পিরোজপুরে ৫০৩ টি মসজিদে ওপেন হাউস ডে পালন
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার ৫০৩ টি মসজিদে ওপেন হাউস ডে পালন করা হয়েছে।
"পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়। শুক্রবার জুম্মার সময় সদরের ৬৪ টি, ইন্দুরকানীর ৬৫ টি, নাজিরপুরের ৪৬, কাউখালীর ৪৮ টি, নেছারাবাদের ১১৭, ভান্ডারিয়ার ৬৩ টি এবং মঠবাড়িয়ার ১০০ টি মসজিদে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আবু নাসের শহরের কেন্দ্রীয় বড় মসজিদে জুম্মার বৈঠকে উপস্থিত হয়ে ওপেন হাউজ ডে পালন করে এবং জেলার ৫০৩ টি মসজিদে একটি লিখিত বার্তা পাঠান। বার্তায় পুলিশ সুপার মুসল্লিদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে কাজে লাগিয়ে পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলা হবে। পিরোজপুরের প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধ হতে মুক্ত রাখতে তিনি জেলাবাসীর ঐকান্তিক সাহায্য কামনা করেন এবং পুলিশকে অপরাধ সংক্রান্ত তথ্য ও অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।’ পুলিশের নম্বর সম্বলিত লিফলেটও বিতরণ করা হয় প্রতিটি মসজিদে।
পর্যায়ক্রমে পিরোজপুরের ২২৪১ টি মসজিদে জুম্মার সময় ওপেন হাউজ ডে পালিত হবে জানান অতিরিক্ত পুলিশ সুপার মুকতি হাসান খান।
পিরোজপুর সংবাদদাতা
No comments