আজমিরীগঞ্জে উদ্দীপনের উদ্যোগে শীতকালীন প্যাকেজ বিতরণ
আজমিরীগঞ্জে উদ্দীপনের উদ্যোগে শীতকালীন প্যাকেজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায়
বুধবার (১৮ ডিসেম্বর)২০২৪ ইং
সুবিধা বঞ্চিত অতি দরিদ্র মানুষের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন।
“শীত আক্রান্ত বিপদাপন্ন মানুষকে সহায়তা কর্মসূচি’র আওতায় ৫০০ শত পরিবারের ২২৫০ জন সদস্যের জন্য ১টি কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মাঙ্কি ক্যাপ, ৪ জোড়া মোজা, ১টি প্রেট্রোলিয়াম জেলী ও ১টি বহনের ব্যাগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন জনাব নিবিড় রঞ্জন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আজমিরীগঞ্জ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মুজিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), আজমিরীগঞ্জ, জনাব মাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, আজমিরীগঞ্জ থানা। আরো উপস্থিত ছিলেন উদ্দীপন প্রধান কার্যালয়ের রওশন জান্নাত রুশনী, উপ-ব্যবস্থাপক ও ফোকাল পার্সন (উইন্টার প্রোজেক্ট), জনাব মোস্তাছিম বিল্লাহ, ব্যবস্থাপক, মানবিক সহায়তা কর্মসূচী (মুসলিম এইড), জনাব মোঃ ওলিউল্লা, সমন্বয়ক, শিক্ষা কর্মসূচী (মুসলিম এইড), জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী পরিচালক ও জোনাল ব্যবস্থাপক, সিলেট জোন। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উদ্দীপন নবিগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার কর্মী ও সামাজিক উন্নয়ন কর্মসূচির কর্মীবৃন্দ অনুষ্ঠান অয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মুসলিম এইড এবং উদ্দীপনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন অনেক অসহায় মানুষের শীত বস্ত্র কেনার সামর্থ নেই। উদ্দীপন সেইসব মানুষদের খুঁজে বের করে তাদের শীতের প্রকোপ থেকে সুরক্ষা দেয়ার মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এটি অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন- একটি দরিদ্রমুক্ত টেকসই দেশ গঠন করতে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করতে হবে। মানবিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, বেকারত্ব দূরী করে তরুণদের সক্ষমতা বাড়াতে হবে। বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে মানবিক সহায়তার পাশাপাশি উদ্যোক্তা উন্নয়নে কাজ করতে হবে। তিনি আরো বলেন সঠিক উপকারভোগী নির্বাচন একটি জঠিল প্রক্রিয়া। উদ্দীপন উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে সঠিক উপকারভোগী নির্বাচনে গুরুত্ব প্রদান করেছে এবং উপকারভোগীর লক্ষ্যমাত্রা ৩৫০টি পরিবার থেকে ৫০০টি পরিবারে উন্নীত করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় দাতা সংস্থা মুসলিম এইড ও উদ্দীপনকে ধন্যবাদ জানান এবং শীতকালীন প্যাকেজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
নিজস্ব সংবাদদাতা।
No comments