পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তারেক রহমান খালাস, বিএনপির আনন্দ মিছিল
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তারেক রহমান খালাস, বিএনপির আনন্দ মিছিল
পিরোজপুর থেকে
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়ায় আনন্দ মিছিল করছে পিরোজপুর জেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় পিরোজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের সিও অফিস মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।
এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারক মো: হেলাল উদ্দিন পিরোজপুর সদর থানায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা থেকে তাকে অব্যহতির আদেশ দেন।
উল্লেখ্য, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারন সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর দন্ড বিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, নিন্দাবাদ ও উস্কানীমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেছিলেন। আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোন উপাদান না থাকায় আসামিকে অভিযোগের দ্বায় থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন।
No comments