জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে নেছারাবাদের বিএনপি নেতারা
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। এ উপলক্ষে বুহস্পতিবার বিকেলে উপজেলার সুটিয়াকাঠিতে একটি র্যালী বের করা হয়। র্যালিটি মিয়ারহাট বাজার প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর- ২ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ ফকরুল আলম। উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ ওয়ালীউল্লাহ তালুকদারের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মহসিন মিয়া এর সঞ্চালনায় সভায় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ হিরন, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন নান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য জিয়াউল আহসান রাজু, কুড়িয়ানা ইউনিয়নের বিএনপি সভাপতি আব্দুল মজিদ খান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আব্দুর রহিম বেপারী, স্বরূপকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি আইউব আলী হলুদ, সহ বিএনপি ও এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments