পিরোজপুরে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা স্ট্রেডিয়ামে পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মুকিত হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর গনপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহামুদ সৈকত।
প্রীতি ফুটবল ম্যাচ এর সার্বিক সহযোগীতা করেন পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মো: বেল্লাল ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মো: এমাদুল। ফুটবল খেলায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব, জেলা ছাত্রদলের সহ সভাপতি সোহেল সেখ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার।
পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান বলেন গত ০৫ আগষ্ট এর পরে জনমনে স্বস্তি আনতে এবং শিক্ষার্থীদের খেলার মাঠে আনতেই আমাদের এ আয়োজন। মদক মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ গড়তে সবাইকে খেলার মাঠে আসতে হবে। সবাইকে উজ্জিবিত করার লক্ষেই আমরা এ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেছি।
খেলায় পদ্মা একাদশ ও বলেশ্বর একাদশ দুটি দল অংশগ্রন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পিরোজপুর সংবাদদাতা:-
No comments