অধস্তন আদালতের কর্মচারীদের ২ দফা দাবী বাস্তবায়নের লক্ষে পিরোজপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি : -
অধস্তন আদালতের কর্মচারীদের ২ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে পিরোজপুরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি রেজোয়ান খন্দকার।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: অহীদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা হেদায়েতুন্নবী জাকির, কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার, প্রধান আলোচক কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তারিক আহম্মেদ রিংকু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাস, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির উপদেষ্ঠা মোহাম্মদ শামসুদ্দোহা।
অনুষ্ঠানে বক্তরা বলেন, অবিলম্বে অধস্তন আদালতের কর্মচারীদের ২ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভঅগীয় কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ ব্লক পদ বিলুপ্ত করে যুগপোযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন করতে হবে।
পিরোজপুর প্রতিনিধি
No comments