পিরোজপুরে হার পাওয়ার প্রকল্পের স্টুডেন্টদের মাঝে ল্যাপটপ বিতরণ..
পিরোজপুর প্রতিনিধি:-
হার পাওয়ার প্রকল্প, নারীদের মুক্তির পথ, বিষাদের অন্ধকারে, সূর্য উঠার নতুন রথ।
স্বপ্নের কান্না থামিয়ে,সাহসী পায়ে এগিয়ে যাবো, উন্নতির সোপানে, নতুন জীবন গড়বো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হার পাওয়ার প্রকল্প (Her Power Project) এর আওতায় ২য় ধাপে women ই-কর্মাস প্রফেশনাল ক্যাটাগরির ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
২০২৩ সাল থেকে সারা দেশের ৪০ জেলার ১৩০ উপজেলায় ৬ মাস ব্যাপি এই প্রকেল্পের প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় পিরোজপুর উপজেলায় শুধুমাত্র মহিলাদের এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করা হচ্ছে। বর্তমানে women ই-কর্মাস প্রফেশনাল ক্যাটাগরির ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায়,পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়াম পিরোজপুর হার পাওয়ার প্রকল্পের স্টুডেন্টদের মাঝে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিদপ্তর পিরোজপুর সদর ট্রেনিং পার্টনার চাল ডাল লিমিটেড এর আয়োজনে হার পাওয়ার প্রকল্প, প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়ন ২য় পর্যায়ে নারী ই-কমার্স প্রফেশনাল ক্যাটাগরিতে ২৫টা ল্যাপটপ বিতরণ করা হয়েছে নারীদের মাঝে।
হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার পিরোজপুর সদর তানজিলা সালোয়া ,
ট্রেনিং পার্টনার চাল ডাল ডট কম এর পক্ষ থেকে মোহাম্মদ রাসেল কাবির
শফিকুল ইসলাম মাসুদ, ট্রেইনার হার চাল ডাল লিমিটেড ,পলাশ মিত্র ট্রেইনার হার চাল ডাল লিমিটেড।
পিরোজপুর থেকে
No comments