Header Ads

.

মাদক ও কিশোর গ্যাং থেকে ফিরাতে পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


 মাদক ও কিশোর গ্যাং থেকে ফিরাতে পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : -


মাদক ও কিশোর গ্যাং থেকে নতুন প্রজন্মকে ফিরিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। পিরোজপুর জেলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের ক্রিকেটারদের নিয়ে শুক্রবার এ টি-টুয়েন্টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সবুজ দলকে রানে হারিয়ে লাল দল বিজয়ী হয়েছে। খেলায় সবুজ দল ১৫২ রান করে এবং লাল দল ১৭৬ রান করে।


এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মেহরাব হোসেন অপি, জেলা বিএনপি'র আহবায়ক মোঃ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পরিকল্পিত ভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় করন করা হয়েছে। ফলে যোগ্য খেলোয়াররা জাতীয় টিমগুলোতে স্থান না পাওয়ায়  বিশে^ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের প্রতি আস্থা হারিয়ে ফেলায় দেশের কিশোর ও যুব সমাজ মাদকের দিকে ঝুকে পড়েছে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত এবং  কিশোর গ্যাং মুক্ত  একটি যুব ও ছাত্র সমাজ তৈরী করার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমারে নির্দেশে বিএনপির এ উদ্যোগ বলে জানান তিনি। 



পিরোজপুর প্রতিনিধি।

No comments

Powered by Blogger.