Header Ads

.

পিরাজপুরে সংখ্যালঘু সম্প্রদায় সংগঠনের গণসমাবশ ও মিছিল

 

পিরাজপুরে সংখ্যালঘু সম্প্রদায় সংগঠনের গণসমাবশ ও মিছিল

পিরোজপুর প্রতিনিধি:-


দেশব্যাপী সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতা অবসানের লক্ষ্যে সংখ্যালঘুদর অস্তিত্ব রক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবীতে গণসমাবশ ও মিছিল করেছে বাংলাদশ হিদু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখা।

বাংলাদশ পুজা উদযাপন পরিষদ , সংখ্যালঘু ঐক্য ও শিক্ষক , মহিলা , যুব ও ছাত্র ঐক্য পরিষদ এর ব্যানারে উক্ত গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় । 

শনিবার (২ নভেম্বর)  বিকালে স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সামনে এ গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

এই মিছিল ও গণসমাবশটি শহরর বিভিন্ন স্থান প্রদক্ষিন করে পুরাতন ডিসি অফিসের সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদশ হিদু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের পিরাজপুর জেলা শাখার সভাপতি বাবুল হালদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিলীপ কুমার মাঝি, সদর উপজেলা র সাধারণ সম্পাদক দীপঙ্কর মাতা (মিন্টু), সহ-সভাপতি সুভাষ সরকার, উপদষ্টা হরদ্রনাথ অধিকারী, উপদষ্টা ডা: অরবিদ রায়, সদস্য অসিত মালাকার, জেলা ঐক্য পরিষদর সদস্য এ্যাডভোকেট সমর কষ্ণ হাওলাদার লিটু, ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি সুব কুমার মসিদ, যুব ঐক্য পরিষদর সাধারণ সম্পাদক জয়দব চক্রবর্তী,  ছাত্র ঐক্য পরিষদর সভাপতি পলাশ মিস্ত্রী, সাধারণ সম্পাদক দূর্জয় কর্মকার প্রমুখ।




পিরোজপুর থেকে

No comments

Powered by Blogger.