Header Ads

.

ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী


 ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে  উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 


পিরোজপুর প্রতিনিধি:-


 পিরোজপুরি ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। 


এতে ক, খ এবং গ গ্রুপে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা হামদ, নাত, আযান, কিরাত, রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদেরকে মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপ-পরিচালক মনিরুজ্জামান। এ সময়ের প্রতিশ্রু জেলা জামাতের প্রচার এবং মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সোহরাব হোসাইন জুয়েল উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে শিল্পী আব্দুল আলীম, মাওলানা বেলায়েত হোসাইন, মাওলানা আফজাল হোসেন শোয়াইব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করে আলোর দিশা শিল্পী গোষ্ঠীর পরিচালক মাজহারুল ইসলাম।





পিরোজপুর থেকে..........

No comments

Powered by Blogger.