পিরোজপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে ৬ ছাত্রদল নেতার শ্রমিকদলে যোগদান
পিরোজপুর প্রতিনিধি :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মানুষকে সম্পৃক্ত করার লক্ষে পিরোজপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ ছাত্রদল থেকে শ্রমিকদলে যোগ দিয়েছেন ৬ জন ছাত্রনেতা। আজ শনিবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এর হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শ্রমিক দলে যোগদের ছাত্রনেতারা।
শ্রমিক দলে সদ্য যোগদান করা ছাত্রদল নেতৃবৃন্দ হলেন জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম তুহিন, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার (বাদশা), জেলা ছাত্রদলের সদস্য মোঃ এজাজুল হক মান্না, টোনা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ খান, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এ শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: সালাম বাতেন। পিরোজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন। বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু , জেলা বিএনপির সদস্য আবুল কালাম আকন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক (ঢাকা মহানগর দক্ষিণ) মোহাম্মদ আওয়াল আকন। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি রিয়াজ মাতুব্ব প্রমুখ।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা হতে হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ অংশ গ্রহন করে।
পিরোজপুর প্রতিনিধি।
No comments