পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত
পিরোজপুর প্রতিনিধি :
জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে দিবসটি পালিত হয়েছে।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় পিরোজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়।
পরে স্থানীয় সমবায়বৃন্দদের নিয়ে র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুল রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান । অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন , জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দ,
মিনারা মাহবুব , মাহাতাব উদ্দিন আহমেদ রিপন , আব্দুল জব্বার ভুট্টো এবং আরো বক্তব্য রাখেন বিভিন্ন সমবায় অফিসের কর্মকর্তা বৃন্দ ।
পিরোজপুর থেকে
No comments