Header Ads

.

"শাহবাগ থানার ২১ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত"


 "শাহবাগ থানার ২১ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত"

বিশেষ প্রতিনিধি:-



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বার্তা পৌছে দিতে যুবদল- ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শাহবাগ থানার ২১ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা বুধবার (৩০ অক্টোবর ) অনুষ্ঠিত হয়। 


উক্ত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম বলেন- বিগত দিনে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার মানুষের জানমাল রক্ষা করতে ব্যত হয়েছিল। তারা আবারও দেশকে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা শহরসহ বিভিন্ন মহানগর ও জেলা শহরে নিরীহ মানুষদের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। কখনো আনসার বেশে, কখনো রিকশাচালক বেশে, কখনো শিক্ষক বেশে, আবার কখনো ডাকাত বেশে, এদেরকে এখনই প্রতিহত করতে হবে। তা না হলে এরা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে। যুবদলের প্রত্যেকটা নেতাকর্মীর চোখ কান খোলা রেখে পাড়া মহল্লায় মোড়ে মোড়ে পাহারা দিতে হবে। যাতে করে এরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, এবং রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা তারি সৈনিক, ৭১ সালে যুদ্ধের মধ্য দিয়ে যেমন ষড়যন্ত্র থেমে থাকেনি, তেমনই ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়েও ষড়যন্ত্র থেমে নেই। তাই যুবদলের প্রত্যেকটা নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ আবারো রক্ত দেব। শহীদ জিয়ার ১৯ দফা, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। ঠিক তেমনই, দেশ নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে।


প্রধান বক্তার বক্তব্যে- মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন- খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন শাহবাগ থানা যুবদলের ২১ নং ওয়ার্ড যুবদলের সাহসী কর্মীদের মধ্য দিয়েই শুরু হয়েছে বলে আমি বিশ্বাস করি। ৪ ও ৫ ই আগষ্ট যখন সারা বাংলাদেশ খুনি হাসিনার পুলিশ আতঙ্কে আতঙ্কিত, তখন শাহবাগ থানার ২১ নং ওয়ার্ড যুবদল ও মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মী নিয়ে আমরাই প্রথম শাহবাগে অবস্থান করি। শাহবাগ থানা যুবদল আমার পাশে ছিল বলেই, আমি আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রাখতে পেরেছি। আমি শাহবাগ থানা যুবদলকে নিয়ে গর্বিত। আপনারা কেউ ৫০ হাজার কিংবা ১-২  লাখ টাকার জন্য, আওয়ামীলীগের সাথে কেউ আতায়াত করবেন না। তারা আপনাদেরকে লোভে দিবে, বিভিন্ন ধরণের লোভ লাললোসাও দেখাবে। কিন্তু কোনোভাবেই তাদের কোনো লোভ লাললোসায় পড়া যাবে না। আপনারা সব সময় সজাগ থাকবেন। আমি শাহবাগ থানা যুবদলকে নিয়ে প্রতীজ্ঞা করছি, দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশের মাটিতে না আনা পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রেতারা এখনো অলিতে-গলিতে ঘুরে বেড়াচ্ছে, যুবদলের নেতাকর্মীদের সরলতার সুযোগ নিয়ে কেউ যেন অপকর্ম না করতে পারে সেদিকে সজাগ বৃষ্টি রাখতে হবে এবং তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। তিনি আরো বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে। আমাদের যা যা করণীয় তাই তাই করতে হবে। দলের কেউ যদি কোন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়, দল কিন্তু তাদের কোন ধরনের ছাড় দিবে না। মনে রাখবেন, তার বিরুদ্ধে কিন্তু সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 


মুক্ত কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন- সিনিয়র যুগ্ম-আহবায়ক এম এ গাফফার, ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসেন, শাহজাহান চৌধুরী, শাহবাগ থানা যুবদলের আহবায়ক- হাজী বিল্লাল, সদস্য সচিব- মোয়াজ্জেম হোসেন তপন, সভায় সভাপতিত্ব  করেন- ২১ নং ওয়ার্ডের - খলিল শাহী, ও সঞ্চালনায় ছিলেন ২১ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব- মিজানুর রহমান সাগর সহ ২১ নং ওয়ার্ড যুবদল ও এর অধীনস্ত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।




বিশেষ সংবাদদাতা।

No comments

Powered by Blogger.