বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুর জেলা যুবদলের বিভিন্ন কর্মসূচি পালন
পিরোজপুর প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সি ও অফিস চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মারুফ হাসান ,রিয়াজ শিকদার মোঃ এমাম সেখ সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক,রাহাত নূর পরাগ সিনি যুগ্ম সাধারণ সম্পাদক - জেলা ছাত্রদল ,মুক্তা শিকদার সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক। যুব নেতা আরিফুল ইসলাম বাবু প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,কেন্দ্রঘোষিত এই প্রোগ্রামে যারা স্বেচ্ছায় রক্তদান করতে আসছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে বিগত দিনে গরিব দুঃখী মেহনতী মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।
আমাদের পিরোজপুর জেলা যুবদলের সামাজিক উন্নয়নমূলক সকল ধরনের কর্মকান্ডের এ ধারা অব্যাহত থাকবে।আপনারা সবাই বিএনপি চেয়ারপারসন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পরেও তাদের দোসররা এদেশে বিভিন্ন অপকর্মের পরিকল্পনা তারা চালাচ্ছে, আমরা সকলে মিলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ছাত্রদের এই গণঅভ্যুত্থানে আমরা যে নতুন দেশ পেয়েছি সেটা বিফলে যেতে দেবো না। এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সুষ্ঠ ও সমৃদ্ধ বাংলাদেশ গরবো।
আলোচনা শেষে, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রেশার মাপা ও দুস্থ ও গরিবদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।
পিরোজপুর সংবাদদাতা।
No comments