Header Ads

.

নেছারাবাদে নবপদায়নকৃত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মামুন হাসানের অপসারনের দাবিতে বিক্ষোভ কর্মসূচী


 নেছারাবাদে নবপদায়নকৃত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মামুন হাসানের অপসারনের দাবিতে বিক্ষোভ কর্মসূচী

পিরোজপুর প্রতিনিধি:-


নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে নবপদায়নকৃত ডাক্তার মামুন হাসান-কে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচী করা হয়েছে। শনিবার সকালে নেছারাবাদ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধি ছাত্রজনতা সহ সর্বস্থরের মানুষ ওই বিক্ষোভ কর্মসূচী করেন।


হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা পদে পদায়নকৃত ওই স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার নাম ডা: মামুন হাসান। তিনি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা পদে চাকরি করতেন। গত ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে ছাত্রজনতা সেখানে তার বিক্ষোভ করেছেন।


সকালে বিক্ষোভকারিরা নেছারাবাদ জগন্নাথকাঠি বন্দর থেকে বের হয়ে স্বরূপকাঠি পৌর শহরের প্রধান কয়েকটি সড়কে মিছিল করেন। মিছিলে ডাক্তার মামুন হাসানের দুর্নীতি সহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে শ্লোগান করেন।


পুনরায় মিছিলটি হাসপাতালের সামনে এসে শেষ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য প্রদান করেন, সাবেক পৌর মেয়র মো: শফিকুল ইসলাম ফরিদ, সমাজ সেবক মো: নাসির উদ্দীন তালুকদার সহ স্থানীয় ছাত্রজনতার বিভিন্ন পর্যায়ের নেতারা।


সেখানে ডাক্তার মামুন হাসানের দুর্নীতির কথা সহ গত ৫ আগষ্টে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা তুলে ধরে বক্তব্য দেন। বক্তব্যে বক্তারা বলেন, ডাক্তার মামুন হাসান শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলালের পালিত লোক। তিনি শেখ হেলালের প্রভাব দেখিয়ে চিতলমারিতে চিকিৎসার মত মহৎ পেশায় দুর্নীতিতে নিমার্জিত ছিলেন। বক্তারা আরো বলেন, ডা: মামুন হাসান আওয়ামীলীগের ব্যানারে থেকে চিতলমারিতে যা ইচ্ছে তাই করেছেন। এমনকি তিনি ছাত্র জনতার গন আন্দোলনের বিরুদ্ধে থেকে সেখানকার বিএনপি সহ ছাত্রদের হয়রানি করেছেন। তাই তার মত দুর্নীতিবাজ ও দেশদ্রোহীকে নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে অপসারনের জোড়ালো দাবি জানানো হয়।


বক্তারা বলেন, ডা: মামুন হাসান এর পরেও যদি নেছারাবাদ হাসপাতালে যোগদান করে, তাতে যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এখানকার বিএনপি সহ ছাত্রজনতা এর দায়ভার নিবেনা।


এ বিষয়ে জানতে চাইলে, পিরোজপুর সিভিল সার্জন ডা: মো: মিজানুর রহমান জানান, "গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা পদে ডাক্তার মামুন হাসানের পদায়ন হয়েছে। তবে এখনো তিনি সেখানে যোগদান করেননি। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের কথা স্থানীয় মানুষ ফোন করে জানিয়েছে। আমি বিষয়টি ইতোমধ্য বিভাগীয় পরিচালকের কাছে জানিয়েছি। আজকের বিক্ষোভের বিষয়টিও আমি তাকে জানাব"।

No comments

Powered by Blogger.