Header Ads

.

খুনি হাসিনার ফাঁসি ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


 খুনি হাসিনার ফাঁসি ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ



পিরোজপুর প্রতিনিধিঃ 

স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি।

আজ বুধবার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার নেতৃত্বে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন জেলা তাতী দলের সভাপতি আলী শেখ, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক মোঃ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শেখ নওশাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আলিফ আহমেদ রাজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম স্বজল, পৌর ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান বাবু প্রমুখ।

এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, খুনি হাসিনা গত ৫ আগষ্ট দেশ থেকে পালিয়েছে কিন্তু তার দোসররা এখনও রয়ে গেছে। তারা দেশে বসে ষড়যন্ত্র করছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। 

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা যদি দেশ কোন ধরনের বিশৃংখলা সৃষ্টির করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার দাত ভাঙ্গা জবাব দেবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্র চেতনায় বিশ্বাসী মানুষের দল। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে এদেশে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারকে সকল ধরনের সহযোগিতা করবে।



পিরোজপুর থেকে

No comments

Powered by Blogger.