জেলা পরিষদ এর জায়গায় অবৈধ ভাবে মার্কেট নির্মাণ..
জেলা পরিষদ এর জায়গায় অবৈধ ভাবে মার্কেট নির্মাণ
বিশেষ প্রতিনিধি:-
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলাধীন ৭নং হোগলাপাশা ইউনিয়নের ১ নাং মহিষপুরা মোড়ের হাজী আব্দুল সাত্তার, পিতা মৃত মোহাম্মদ কাশেম আলী, সাং-মহিষপুরা থানা- মোড়েলগঞ্জ জেলা-বাগেরহাট,
এই ব্যক্তি তার বসত বাড়ি ও দোকানের সামনে জেলা পরিষদের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছে গত
সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ থেকে উক্ত নির্মাণ কাজ করিতেছে
ঐ ব্যক্তি ০৫ই আগস্ট ২০২৪ ইং তারিখে শেখ হাসিনার পতনের পরে মহিষপুরা পুরাতন বাস স্ট্যান্ড সড়কের বাইপাস মোড় সংলগ্ন বাগেরহাট জেলা পরিষদের সম্পত্তি অবৈধ ভাবে দখল করিয়া মার্কেট নির্মাণ করিতেছে। রাস্তার পার্শ্বে পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করিয়া দিয়াছে। যাহার কারণে রাস্তায় পানি জমিয়া কাদার সৃষ্টি হওয়ায় উক্ত রাস্তা দিয়া স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রীরা সহ এলাকার সর্ব সাধারণ জনগণের চলা ফেরা করিতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছে।
এই অপকর্মের বিষয় কেউ কিছু বল্লে তাহাকে বহিরাগত মাস্তান দিয়ে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
এ ব্যাপারে মুঠো ফোনে আব্দুল সাত্তার হাজীকে কল করা হলে তিনি বলেন আমার ১২ শতাংশ জায়গা কবলা সূত্রে আমি মালিক তবে আমি রেকর্ডিংও ৭ শতাংশর মালিকানা আমি পেয়েছি, বাকি যেই জায়গায় আমি দোকান উঠাইতেছি ওটা জেলা পরিষদের কাছ থেকে আমি বাৎসরিক লিজ নিয়া কাজ করিতেছি, এলাকাবাসীকে হুমকি ধমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ ব্যাপারে জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী সাহেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ব্যাপারটা আমি শুনেছি তবে কাগজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো তাহাকে লিজ দেওয়া হয়েছে কিনা।
এলাকাবাসীর মধ্যে রাস্তা দখল করে দোকান তৈরি করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন উনি এখানে জায়গা কিনে বাড়ি করেছে আমাদের তাতে আপত্তি নাই তবে রাস্তার জায়গা আটকে জনগণের চলাচলে বিঘ্নিত করায় আমরা জিজ্ঞাসা করলে আমাদেরকে হুমকি-ধামকি দেওয়া হয় ।
পরিচয় গোপন রেখে আরো এক ব্যক্তি বলেন সত্তার হাজী উক্ত স্থানে কোন প্রকার স্থাপন নির্মাণ করিতে না পারে এবং স্কুল-কলেজে ছাত্র-ছাত্রী সহ সকল জনগণ নির্বিঘ্নে উক্ত রাস্তা দিয়ে যাতায়াত করিতে পারে এবং উক্ত অবৈধভাবে সরকারি সম্পত্তি দখলদারের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলা প্রশাসক মহোদয় নিকট আবেদন জানানো হয়ছে।
বিশেষ সংবাদদাতা
No comments