Header Ads

.

পিরোজপুরে জাতীয় এইচপিডি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী..

 

পিরোজপুরে জাতীয় এইচপিডি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন


পিরোজপুর প্রতিনিধি:-


সিভিল সার্জন অফিস পিরোজপুর জেলার আয়োজনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।


এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা প্রশাসক পিরোজপুর । এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন পিরোজপুর ডাক্তার মোঃ মিজানুর রহমান, এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার সারভিইল্যন্স ও ইমুনাইজেসন মেডিকেল অফিসার ডাঃ সাজিয়া নওশীন  ও মোঃ আসাদুজ্জামান,  প্রশাসক, পিরোজপুর পৌরসভা।


ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন,জরায়ুমুখে ক্যান্সারের প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষীত, প্রতিরোধ ও কার্য়কর। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই ঠিকানাতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের কারণ নেই।


পিরোজপুর জেলা প্রশাসক বলেন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা প্রদান করার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।


উল্লেখ্য পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কেন্দ্রের সংখ্যা-১৫৫২ টি,কমিউনিটি/সাবব্লকের টিকাদান কেন্দ্রে সংখ্যা-১৩৭২ টি। 


এসব কেন্দ্র থেকে পিরোজপুরের ৭টি উপজেলায় ৫৬ হাজার ৭৩৭ জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৬২৮ জন স্কুল শিক্ষার্থী এবং অন্যরা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরী।



পিরোজপুর সংবাদদাতা।

No comments

Powered by Blogger.