Header Ads

.

পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস

 

পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস

পিরোজপুর প্রতিনিধি:-


ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিবাদ্যে পিরোজপুরে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। 

এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পিরোজপুর কালেক্টরেট স্কুলে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 পিরোজপুর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মেহেদী হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনডিসি রিয়াজ মাহমুদ, পিরোজপুর জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ফাহমিদা আক্তার,

পিরোজপুর ট্রাফিক বিভাগের টি আই সাইফুর রহমান চৌধুরী, ট্রাফিক সার্জেন শায়লা শারমিন, টিটিসি  ইক্সট্রাক্টর  মো মাসুদ রানা সহ অন্যরা।



এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে সেগুলো সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়।



পিরোজপুর থেকে

No comments

Powered by Blogger.