সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদ পেলেন পিরোজপুরের কৃতি সন্তান মাইনুর রহমান..
বিশেষ প্রতিনিধি:-
পিরোজপুরের কৃতি সন্তান মাইনুর রহমান (টিটো) । বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন পিরোজপুরের কৃতি সন্তান মোঃ মাইনুর রহমান (টিটো)।
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার হিসেবে কর্মরত আছেন।
মোঃ মাইনুর রহমান ১৯৯১ সালের ২১ জুন ২৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশনপ্রাপ্ত হন এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোর্সের সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হয়ে অসামান্য গৌরবমন্ডিত ‘সোর্ড অব অনার’ লাভ করেন।
মোঃ মাইনুর রহমান (টিটু) পিরোজপুর
শহরের পাড়েরহাট সড়কের সড়কের বাসিন্দা প্রয়াত পুলিশ কর্মকর্তা (ডিএসপি) লুৎফর রহমান এবং মরহুমা হাসিনা আক্তার দম্পতির ছোট ছেলে মাইনুর রহমান (টিটো)।
মোঃ মাইনুর রহমান (টিটো) এর মামা মেজর (অব:) জিয়াউদ্দিন আহম্মেদ মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ছিলেন।
পিরোজপুর সংবাদদাতা:-
No comments