পিরোজপুরে বসত ঘর থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক -১
পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরে বসত ঘর থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ মো: আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া(৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে জেলা সদরের পৌরসভার নামাজপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আজগর আলী একই গ্রেমের মৃত আনছার আলী শেখের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এই প্রতিবেদককে জানান, আসামীর দেহ তল্লাশি করে দুই বোতল ফেন্সিডিল পাওয়া যায়। যার মূল্য ৮ হাজর টাকা এবং আসামীর বসত ঘর থেকে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৮০হাজার টাকা।
তিনি আরো জানান, আসামী এলাকার একজন চিন্হিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় সাইফুল নামের এক ব্যক্তি তাকে খুলনা ও সাতক্ষীরা থেকে ইয়াবা এবং ফেন্সিডিল সংগ্রহ করে দেয়। তিনি সেই মাদক পিরোজপুরে খুচরা বিক্রি করে। সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করা হবে।
পিরোজপুর থেকে
No comments