Header Ads

.

অভিন্ন সার্ভিস কোড চালু, চাকুরী নিয়মিতকরণের দাবি পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের


 অভিন্ন সার্ভিস কোড চালু, চাকুরী নিয়মিতকরণের দাবি পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের

পিরোজপুর প্রতিনিধি: 



বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআর‌ইবি) এই সাথে পল্লী বিদ্যুৎ সমিতিকে (পবিস) একীভূতকরণের মাধ্যমে অভিন্ন সার্ভিস কোড চালু এবং পবিস এর চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবি জানিয়েছে পিরোজপুর পবিস। 

এই দাবিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে পিরোজপুর পবিস এর কর্মকর্তা কর্মচারীরা।


 এ সময় বক্তারা বলেন, বিআরইবি মারাত্মক দুর্নীতির সাথে জড়িত। তাদের এসব দুর্নীতি ও অপকর্মের কারণে মাঠ পর্যায়ে পবিস এর কর্মকর্তা কর্মচারীদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়া বিআরইবি নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় করে গ্রাহকদের প্রতারিত করছে বলেও অভিযোগ করেন বক্তারা। তাদের অভিযোগ, বিআরইবি বিভিন্নভাবে পবিস এর কর্মকর্তা-কর্মচারীদের নির্যাতন করছে। বিআরইবি ও পবিস এর সমপর্যায়ের কর্মকর্তাদের বেতনের ক্ষেত্রে চরম গ্রেড বৈষম্য রয়েছে।  তাই এ সকল বৈষম্য থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে তারা বিআরইবি ও পবিস একিভূতকরণের দাবি জানানোর পাশাপাশি পবিসের সকল  চুক্তিভিত্তিক ও অনিয়মিত সকল কর্মচারীদের চাকুরী নিয়মিত করার দাবি জানান। 



পিরোজপুর সংবাদদাতা

No comments

Powered by Blogger.