পিরোজপুরে এইচডিটি বাবুই আন্তঃ সংগঠন ইনডোর স্পোর্টস অনুষ্ঠিত..
পিরোজপুরে এইচডিটি বাবুই আন্তঃ সংগঠন ইনডোর স্পোর্টস অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরে এইচডিটি বাবুই আন্তঃ সংগঠন ইনডোর স্পোর্টস সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এইচডিটি ও বাবুই এর আয়োজনে এপেক্স ক্লাব পিরোজপুর মিলনায়তনে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এড রেজাউল ইসলাম শামিম, বিশেষ অতিথি এপেক্স ক্লাব পিরোজপুরের প্রেসিডেন্ট আবু সাইদ মোহাম্মাদ নাইম, বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমানের পরিচালনায়
এইচডিটির পরিচালক মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুই পাঠাগারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাবুই এর সদস্য রনি, নাইম, এইচডিটির সদস্য মশিউর, সাকিব ক্যারাম, দাবা, লুডু খেলায় ৫০ জন সদস্য অংশগ্রহন করে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পিরোজপুর সংবাদদাতা
মোঃ নুর উদ্দিন
০১৭১২-২২১৬০৮
No comments