Header Ads

.

নাজিরপুর আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন..

 

নাজিরপুর আর্ট প্রশিক্ষণ

কেন্দ্রের  উদ্বোধন 

পিরোজপুর প্রতিনিধি:-


নাজিরপুর উপজেলায় উপকুলীয় কল্যান সংস্থার উদ্যোগে শিশু- কিশোরসহ স্কুল - কলেজগামী ছাএ- ছাএীদের জন্য আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন  করা হয়েছে । 


২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় নাজিরপুর উপজেলা  কৃষি মিলনায়তনে  এক সংক্ষিপ্ত  আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ । তিনি বলেন- এরূপ একটি উদ্যোগ গ্রহনের জন্য উপকূলীয় কল্যান সংস্থা'র কর্মকর্তাকে অভিনন্দন । সুন্দর জীবন ও সমাজ বিনির্মানে এ প্রশিক্ষন সহায়ক ভূমিকা রাখবে । এ সময়-অন্যানের মধ্যে বক্তব্য  রাখেন- বিশিষ্ট শিক্ষক- সাংবাদিক ও সংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার রায়, কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষক নিতীশ চন্দ্র হালদার প্রমূখ। 


এসময়  প্রশিক্ষক পুলকেশ চন্দ্র মন্ডল,উপকূলীয় কল্যান সংস্থার  নেতৃবৃন্দ ও ৩৫ জন পশিক্ষনার্থী সহ  শতাধিক ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন । 




পিরোজপুর সংবাদদাতা

No comments

Powered by Blogger.