পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী ও নার্সদের এক দফা দাবিতে পতাকা মিছিল..
পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী ও নার্সদের এক দফা দাবিতে পতাকা মিছিল
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী ও নার্সদের এক দফা দাবিতে পতাকা মিছিল অনুষ্ঠিত।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ অভিজ্ঞ কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে পতাকা মিছিল ও সমাবেশ করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার ,পরিষদ পিরোজপুর জেলা শাখা।
আজ (মঙ্গলবার) সকাল ১২ টায় পিরোজপুর নার্সিং ইনস্টিটিউট এর সামনে থেকে একটি পতাকা মিছিল নিয়ে পিরোজপুর সদর হাসপাতালে সামনে সমাবেশ করে।
সমাবেশে তারা এক দফা দাবিতে জানান নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল প্রশাসনিক কর্মকর্তাদের অপসারণ করে নার্সদের মধ্যে থেকে অভিজ্ঞ মেধাবী ও যোগ্য লোকদের উক্ত পথগুলোতে আনতে হবে। এ সময়ে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ গুলোতে প্রশাসনিক ক্যাডারদের নিয়োগ প্রদানের কারণে তারা ক্ষোভ প্রকাশ করেন।
পিরোজপুর সংবাদদাতা
No comments