পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষ,আহত ৫..
পিরোজপুর প্রতিনিধি ঃ
পিরোজপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষারথীদের সাথে কেন্দ্র থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগীয় টিমের মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। শহরের শিল্পকলা একাডেমিতে আজ দুপুরে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ৩ টার দিকে মতবিনিময় সভা শুরু হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষারথীদের দুই পক্ষের মধ্যে প্রথম হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় কেন্দ্র থেকে আসা টিমের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। কয়েকদফা সংঘর্ষ রেদোয়ান আহমেদ,স্বাধীনসহ ৫ জন আহত হয়। পুলিশ বেশ কিছু সময় চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবার মতবিনিময় সভা শুরু হয়।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসমা আরা মিতু জানান, গত ০৫ আগষ্ট আমাদের আন্দোলন এর পরে যখন বিজয় আসছে তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। সেই থেকে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছ। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকে এ হামলার ঘটনা ঘটিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জান্নাত রোশনী বলেন, এত নেতাকর্মী আগে ছিলোনা । আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা হলো সুযোগ সন্ধানী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মুসাব্বির মোহাম্মদ সানি জানান, যারা আন্দোলনের সাথে ছিল না,৫ তারিখের পরে নানা অপকর্ম করেছে তারাই আজ হামলা চালিয়েছে। এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না। এখন এরা আন্দোলনের নাম ব্যবহার করতে চাচ্ছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনা ঘটেনি। বসা নিয়ে নিজেদের মধ্য হাতাহাতি হয়েছে।এদিকে ঘটনার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগীয় টিমের সদস্যরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।
প্রসঙ্গত, পিরোজপুরে গত কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষারথীদের মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। একপক্ষের অভিযোগ, যারা আন্দোলনে ছিলো না এবং ছাত্রলীগের পদধারীদের নিয়ে নানা কর্ম সূচী পালন করে আসছে অপর পক্ষ। অপর পক্ষের অভিযোগ, ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানা অপরাধ মৃলক কার্যক্রম করছিলো ওই পক্ষ।
পিরোজপুর প্রতিনিধি।
No comments