পিরোজপুরে জাতীয় পার্টির আলোচনা সভা..
পিরোজপুর প্রতিনিধি :
ফ্যাসীবাদমুক্ত বাংলাদেশ ও আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে পিরোজপুরে আলোচনা সভা করেছে জাতীয় পার্টি। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর)বেলা ১১ টায় পিরোজপুর শহরের হোটেল রয়েল প্যালেস মিলনায়তনে পার্টির জেলা সভাপতি তৌহিদ উদ্দিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (জাফর )চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, সাবেক সাধারন সম্পাদক আব্দুল ওহাব তালুকদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জাতীয় পার্টি নাজিরপুর উপজেলা মো: রিয়াজ, সাধারন সম্পাদক মো: আরিফুর রহমান খান টুবুল, সভাপতি জাকির হোসেন বাবুল, হানিফ হাওলাদার মন্টু, আব্দুর রাজ্জাক মুনান, মাস্টার খালেকুজ্জামান, ব্যারিস্টার জুবায়ের হায়দার অয়ন সহ বিভিন্ন নেতা কর্মীরা।
এ সময় সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা ০৫ ই আগস্ট সরকারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছে। যাবার আগে মরণ কামড় দিতে সে ভুল করেনি। বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের লোক রয়েছে। আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ শাসন করবে।
পিরোজপুর প্রতিনিধি
No comments