অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ শেষে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ জনতা..
অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ শেষে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ জনতা
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া আলীম বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক এর বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে ওই মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অধ্যক্ষ ফজলুল হক মাদ্রাসায় অবৈধভাবে বেশ কয়েকটি নিয়োগ দিয়েছে।বিগত দিনে মাদ্রাসার সরকারি ভাবে বরাদ্দকৃত প্রকল্পের টাকা আত্মসাৎ সহ তিনি মাদ্রাসার বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকলেও, ওই প্রতিষ্ঠানের কোন শিক্ষক কিংবা কর্মচারী ভয়ে তার প্রতিবাদ করতে পারে নাই। তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তাই বিক্ষোভকারীরা অধ্যক্ষের সকল অপকর্মের সুষ্ঠ তদন্ত করে তাকে মাদ্রাসার অধ্যক্ষের পদ থেকে অপসারণের দাবি জানান।
পিরোজপুর সংবাদদাতা।
No comments