পিরোজপুরে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন..
পিরোজপুরে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ:মালেক হাওলাদারের অপসারণ ও গ্রেফতারের দাবীতে মাদ্রাসার সামনের রাস্তায় মানববন্ধনে অংশগ্রহণ করে মাদ্রাসার বর্তমান ও সাবেক ছাত্র ছাত্রী ও অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।
এ সময় তারা বক্তব্যে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, নারী কেলেংকারী, ও মাদ্রাসার সম্পদ আত্মসাৎ ও আওয়ামীলীগের দাপট দেখিয়ে শিক্ষক ও কর্মচারীদের সাথে দুর্ব্যবহার ও তৎকালীন ক্ষমতাশীনদের সাথে যোগসাজসে মাদ্রাসার নিয়মিত গর্ভনিং বডির কমিটি না করে নানা অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যক্ষ আ:মালেক হাওলাদার দীর্ঘদিন ধরে ঐ মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন এবং অনেক অভিযোগের সত্যতা মিলেছে। মুঠোফোনে অধ্যক্ষ আ:মালেক হাওলাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি,
তিনি ফোন রিসিভ করেননি ।
পিরোজপুর সংবাদদাতা:-
No comments