ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যা প্রতিবাদ ও বিচারের দাবীতে পিরোজপুর সদর থানা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল..
পিরোজপুর প্রতিনিধি :
ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবীতে পিরোজপুর সদর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে।
আজ বুধবার (১৪ আগস্ট) রাতে সদর উপজেলা ছাত্রদল ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আয়োজনে শহরের কলেজ স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাশ চত্তরে অবস্থান কর্মসূচী পালন করে।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ও আহবায়ক ড জুবাইদা রহমান পরিষদ পিরোজপুর জেলা শাম্মি আক্তার রশনি, পিরোজপুর সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিক, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র দলের সদস্য সচিব রাফি সিকদার মুন্না প্রমুখ।
এসময় সদর থানা ছাত্রদল, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে তাদের এ দেশের মাটিতে বিচার করতে হবে। বিক্ষোভ মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা এই হত্যাকা- চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
পিরোজপুর সংবাদদাতা
No comments