সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া অনুুষ্ঠিত ...
পিরোজপুর প্রতিনিধি :
জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (১৭ আগস্ট )বিকেলে পিরোজপুরে এক স্মরণসভা ও দোয়াঅনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা সাঈদী পিরোজপুর-১ আসন থেকে দু’বার বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর আমলে তাঁর নির্বাচনী এলাকায় কোন বিধর্মী নির্যাতন বানিগ্রহের শিকার হননি।
সাঈদীর জীবনের উপর আলোচনা করেন তাঁর ছেলে মাসুদ বিন সাঈদী, মাওলানা তারিক মুনওয়ার, কামরুল ইসলাম সাঈদ আনসারী, ড. হাবিবুর রহমান, ছারছিনা শরীফের ছোট পীর মাও: শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মিরের সরাই পীর মাও: আ: মোমেন নাছেরী, আব্দুল্লাহ আল আমিন, আবুল কালাম আজাদ আযহারী, পিরোজপুর বারের সাবেক সভাপতি আবুল কালাম অ্যাডভোকেট, বাংলাদেশ লেবারপার্টি চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান ইরানসহ আরোও অনেকে ।
পিরোজপুর সংবাদদাতা
No comments