Header Ads

.

পিরোজপুরে কমিউনিস্ট পার্টির দূর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত.

 

পিরোজপুরে কমিউনিস্ট পার্টির দূর্নীতি বিরোধী  মানববন্ধন অনুষ্ঠিত 


স্টাফ রিপোর্টার:


দূর্নীতি সত্রাস খেলাপী ঋন ও লুটপাটের অর্থ উদ্ধার কর বামপন্থার পথধর স্লোগানকে সামনে রেখে দূর্নীতি হটাও, দেশ বাঁচাও স্লোগানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পিরোজপুর সদর উপজেলা শাখা কর্তৃক এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (০৬ জুলাই) 

কমিউনিস্ট পার্টির পিরোজপুর সদর উপজেলার সভাপতি বাহাদুর বেপারী'র সভাপতিত্বে টাউন ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


 মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির প্রবীন নেতা তপন বসু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের  কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সভাপতি দীপক শীল সহ উপস্থিত নেতৃবৃন্দ। প্রবীণ নেতা তপন বসু বলেন, দেশ বাঁচাও, দূর্নীতি সত্রাস ঠেকাও। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে কিন্তু দেশের মানুষ শান্তিতে নেই,বাজার উর্ধগতি, মানুষ এখন শান্তি চায়, বাঁচতে চায়।

No comments

Powered by Blogger.