Header Ads

.

কাউখালীতে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত..


 কাউখালীতে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাউখালী থেকে 


পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১১ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলে ফাইনাল খেলায় জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলতি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।



কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস শহীদ,কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কেএম জামান, মোঃ মনিরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। খেলা পরিচালনা করেন লিটন কৃষ্ণ কর, মারুফুর রহমান রাজু ও মোঃ রাশেদুল ইসলাম।




বার্তা প্রেরক,

মোঃ রাশেদুল ইসলাম

No comments

Powered by Blogger.