Header Ads

.

পিরোজপুরে প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ..


 পিরোজপুরে প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ


পিরোজপুর প্রতিনিধি: 


পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ষাটোর্ধ্ব প্রবীণদের মাঝে হুইল চেয়ারবিতরণ করা হয়েছে। বুধবার  জেলা প্রশাসকের কার্যালয়ে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রবীণদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করেন।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিক এর বরিশাল জোনের  জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, প্রবীণ কর্মসূচির সম্মানিত আঞ্চলিক সমন্বয়ারী  ফারুক রহমান, রিক এর সদর উপজেলার এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম সহ সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম কোর্ডিনেটর শংকর দেবনাথ ও জয়দেব কুমার শর্মা এবং কৈশোর কর্মসূচির উপজেলা সমন্বয়কারী ডা: জয় কুমার ঘোষ এবং প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নন কর্মসূচির সকল সম্মানিত প্রোগ্রাম অফিসারগণ ।

এ সময় পিরোজপুর সদর উপজেলার ৭ টি ইউয়িনের ১৪ জন ষাটোর্ধ্ব পক্ষঘাতগ্রস্থ’ অসহায় প্রবীনদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।




পিরোজপুর সংবাদদাতা

No comments

Powered by Blogger.