নাজিরপুরে ছেলের হাতে মা খুন: মামলা রুজুর ০৪ ঘন্টার মধ্যেই আসামী গ্রেফতার..
পিরোজপুর প্রতিনিধি '-
পিরোজপুর জেলার নাজিরপুরে নৃশংস ভাবে খুন হয়েছেন নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের যুতিকা বালা (৫৫)। নিহত যুতিকা বালার স্বামী নারায়ন বালা বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন যার নং-৪ তারিখঃ ১২-৭-২০২৪ ধারাঃ ৩০২/৩৪ দন্ডবিধি ।চাঞ্চল্যকর এই ঘটনার মূল রহস্য উন্মোচনে পিরোজপুরের পুলিশ সুপার, জনাব মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে, অফিসার ইনচার্জ নাজিরপুর থানা জনাব শাহ আলম হাওলাদার ও ডিবি পুলিশের ইনচার্জ জনাব রেজাউল করিম রাজিবের যৌথ অভিযানে মামলা রুজুর মাত্র ০৪ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উন্মোচন ও মূল আসামীকে গ্রেফতার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ মুকিত হাসান খাঁন, পিরোজপুর।
জেলা পুলিশের টীম তাদের বাসার সকল জিনিসপত্র স্বাভাবিক অবস্থায় পেলেও বাসার কাজে ব্যবহৃত দা টি খুঁজতে গেলে সেটি পাওয়া যাচ্ছিল না। তখনই পুলিশের সন্দেহ হয় ঘটনার সাথে ভিকটিমের আপনজনেরাই জড়িত। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী ভিকটিমের ছেলে যতীশ (৩২) পুলিশের কাছে সব স্বীকার করেন। আসামীর দেখানো মতে বাড়ির পাশের ডোবা থেকে হত্যার কাজে ব্যবহৃত দেশীয় দা এবং রক্তমাখা গেন্জি উদ্ধার করা হয়। আসামীর বক্তব্য মতে সে তার মাকে গত ১১-৭-২০২৪ তারিখ বৃহস্পতিবার রাতে ১০:০০ টায় খুনের উদ্দেশ্যে বাড়ির কাজে ব্যবহৃত দা দিয়ে কয়েকবার কোপ দেয়। স্বীকারোক্তিতে যতিশ আরো বলেন দীর্ঘদিন ধরে মায়ের কারনে নিজের স্ত্রী সন্তানদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। ফলে তার স্ত্রী সাত বছরের মেয়েকে রেখে কয়েকদিন আগে ঢাকায় চলে যায়। আর এই ক্ষোভ থেকেই নিজের মাকে হত্যার পরিকল্পনা নেন যতিশ। ১২-৭-২০২৪ তারিখ আনুমানিক ০০:৩০ টার দিকে নাজিরপুর থানা পুলিশের কাছে খবর আসে উত্তর জয়পুর গ্রামে একজন বয়স্ক নারীকে রক্তাক্ত অবস্থায় নিজ গৃহে পাওয়া যায়।
পরে তাকে নাজিরপুর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে তিনি মারা যান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে মাঠে নামে নাজিরপুর থানা ও ডিবি পুলিশের একাধিক টিম। জেলা পুলিশের তাৎক্ষনিক তৎপরতায় ও সম্মিলিত প্রচেষ্টায় মামলা রুজুর ০৪ ঘন্টার মধ্যেই আসামীকে গ্রেফতার করল পিরোজপুর জেলা পুলিশ।
পিরোজপুর সংবাদদাতা
No comments