রেমালে তরুণ আইটি উদ্যোক্তার স্বপ্ন বিলিন..
পিরোজপুর প্রতিনিধি:-
তরুণ আইটি উদ্যোক্তার স্বপ্ন বিলিন
পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার সাফা বাজার নামক স্থানের এক তরুণ আইটি উদ্যোক্তার স্বপ্ন কেড়ে নিল ঘূর্ণিঝড় রেমাল ।
তরুণ আইটি উদ্যোক্তা মোঃ বশির আহমেদ জানান, রেমালের প্রভাবে যে পরিমাণ পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তার দোকানের মেঝের উপর প্রায় ১৫-১৮ ইঞ্চি পানি হয়েছে। তার দোকানের সকল মালামাল পানিতে নষ্ট হয়ে গেছে। কম্পিউটার, আইপিএস, ব্যাটারি, প্রিন্টার, ফটোকপি মেশিন, ফোন, সাউন্ড বক্সসহ আরো অনেক মূল্যবান মালামাল নষ্ট হয়ে গেছে, যার মূল্য প্রায় ১৮-২০ লক্ষ টাকার সম পরিমাণ। এই তরুণ উদ্যোক্তা যে সকল সামাজিক কর্মকান্ড করে থাকেন তা বর্তমান সময়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশের সহায়ক।
মডার্ণ কম্পিউটার - যা স্থানীয় জনগোষ্ঠিকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি সেবা দিয়ে যাচ্ছে,
বশির কম্পিউটার ও টেকনোলজি - যা বেকার জনগোষ্ঠিকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান ও ফ্রিল্যাংসার তৈরি করছে,
তারুণ্যের জাগরণ ফাউন্ডেশন- যার মাধ্যমে সমাজে সকল বয়সের মানুষকে চাকুরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার মোটিভিশন ও প্রশিক্ষণ দেওয়া হয়, অনুরক্ত- যা মানুষের প্রয়োজনে রক্ত সংগ্রহ করে দেওয়ার কাজ করে থাকে।
বশির স্পোর্ট একাডেমি- যা তরুণ প্রজন্মকে বিভিন্ন ধরনের নেশা থেকে ফিরিয়ে ক্রিড়া মুখী করার চেষ্টা করে যাচ্ছে,
আঙ্গিনা কৃষি- যা স্থানীয় নারী-পুরুষদেরকে বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে কৃষি কাজ করতে উৎসাহিত করে এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকে
আইডিয়াল কোচিং সেন্টার- যা স্থানীয় গরীব শিক্ষার্থীদের নাম মাত্র ফি নিয়ে অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতায় সর্বশেষ সিলেবাস অনুসারে শিক্ষা প্রদান করে থাকে,
বশির আহমেদ এই প্রতিবেদককে জানান, তাদের আয়ের মাধ্যমগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং প্রশিক্ষণে ব্যবহৃত সামগ্রীগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় তিনি বর্তমানে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছেন। তাই তিনি মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব, জুনাইদ আহমেদ পলক এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে বিশেষ ভাবে অনুরোধ করছেন যাতে তার এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য তাকে বিশেষ ভাবে সহযোগিতা করা হয়।
পিরোজপুর প্রতিনিধি:-
No comments