ঢাকায় মিরনজিল্লা কলোনী থেকে হরিজনদের উচ্ছেদ প্রচেস্টার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন..
ঢাকায় মিরনজিল্লা কলোনী থেকে হরিজনদের উচ্ছেদ প্রচেস্টার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি:-
ঢাকায় মিরনজিল্লা কলোনী থেকে হরিজনদের উচ্ছেদ প্রচেস্টার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল ১১টায় পিরোজপুর টাউন ক্লাব সড়কে ঢাকায় মিরনজিল্লা সিটি কলোনী থেকে হরিজনদের উচ্ছেদ প্রচেস্টার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, পিরোজপুর হরিজন পরিষদের সভাপতি অশোক দাস, সাধারন সম্পাদক মোহন লাল প্রমুখ। সভায় বক্তারা সারা বাংলাদেশে জেলায় জেলায় হরিজনদের আবাসভুমি থেকে উচ্ছেদ না করার দাবী এবং ঢাকায় উচ্ছেদ প্রচেস্টার তীব্র প্রতিবাদ জানানো হয়।
পিরোজপুর সংবাদদাতা
No comments