Header Ads

.

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের যুব সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত ..

 

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের যুব সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত 


পিরোজপুর প্রতিনিধি :

 ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি আয়োজনে আনন্দের সাথে " যুব নেতৃত্বে জলবায়ু কার্যক্রম- বাধা ও সমাধান" থিম নিয়ে বার্ষিক যুব সমাবেশ ২০২৪ এর আয়োজন করেছে যার উদ্বোধন ও সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলার ইউএনও মোঃ আরিফ মুর্শাদ মিশু।বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিআইও, প্রাথমিক শিক্ষা অফিসার, ইউডিওয়াইডির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। এলাকার মোট ১২০ জন যুবক এ সময় উপস্থিত ছিলেন এবং সাহসী বাণী গ্রহণ করেন, "মাই লাইফ, মাই ভিশন" লক্ষ্য অর্জনে আশা বাঁচিয়ে রাখেন, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভাল মানুষ হওয়ার মাধ্যমে আমাদের গ্রহকে বাঁচানোর প্রতিশ্রুতি দেন।




পিরোজপুর সংবাদদাতা

No comments

Powered by Blogger.