Header Ads

.

পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সঙ্গে বশেমুরবিপ্রবিপির মাননীয় উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত..


 পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সঙ্গে বশেমুরবিপ্রবিপির মাননীয় উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:-


পিরোজপুরে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।


শনিবার (২২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পিরোজপুরস্থ প্রশাসনিক ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভার শুরুতে বশেমুরবিপ্রবিপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থিত সংবাদকর্মীদের অবগত করেন। এ সময় সাংবাদিকেরা যেকোনো প্রয়োজনে উপাচার্য মহোদয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আরও সবিস্তরে জানতে চাইলে মাননীয় উপাচার্য তাদের সকল প্রশ্নের উত্তর দেন। একইসঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য তিনি সকল সংবাদিককে ধন্যবাদ জানান।


পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সংবাদকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। 


এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুছা খান, প্রভাষক সুমাইয়া সুলতানা এবং মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা আক্তার উপস্থিত ছিলেন।




পিরোজপুর সংবাদদাতা

No comments

Powered by Blogger.