Header Ads

.

পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের জন্য পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের ৪ জন রোভার ১৫০ কি.মি পরিভ্রমণ করেছে ...

 


 

পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের জন্য ১৫০ কি.মি পায়ে হেঁটে ৪ জন রোভার স্কাউট

পিরোজপুর প্রতিনিধি:-

 জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর থেকে ১২-০৫-২৪ রোজ রবিবার সকাল ৭ টায় 'সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের ৪ জন রোভার হাঁটা  শুরু করে।


প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে হেঁটে ১৫০ কি.মি পরিভ্রমণ করা শুরু করেছে । তারা জেলা প্রশাসক কার্যালয় পিরোজপুর থেকে কুয়াকাটার জিরো পয়েন্ট পর্যন্ত যাবেন।

" রোভার স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো' 'গাছ লাগান পরিবেশ বাঁচান" শিক্ষা জাতির মেরুদন্ড ট্রাফিক আইন মানবো, স্মার্ট বাংলাদেশ গড়বো' এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল ৭ টায় জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর থেকে যাত্রা শুরু করেছে। পরিভ্রমণে অংশগ্রহনকারি ৪ জন সদস্য হলো:


১/ মো: রাকিবুল ইসলাম (সিনিয়র রোভার মেট) 

২/ তানভীর হাসান শেখ মাহিম (রোভার মেট) 

৩/নাজমুল হাওলাদার (রোভার মেট), 

৪/ এ. কে. এম জাবিদ হাসান (রোভার মেট)

যাত্রাপথে পরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবে।


সিনিয়র রোভার মেট মোঃ রাকিবুল ইসলাম বলেন

বর্তমান বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছাতে ও স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট নাগরিক। কিন্তু বর্তমান যুবসমাজ নেশাসহ বিভিন্ন অপসংস্কৃতিতে বাড়িয়ে তাদের ভবিষ্যৎ কে নষ্ট করে দিচ্ছে। তাই আমি মনে করি  আমাদের এই যুব সমাজকে সৎ ও সত্যবাদী, নীতিবান স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে রোভার স্কাউটিং একটি  অন্যতম মাধ্যম হিসাবে কাজ করে। জেলা রোভার সম্পাদক মাসুদ আহম্মদ (সহযোগী অধ্যাপক) বলেন, রোভার স্কাউটিং এর মাধ্যমে যুবকেরা সমাজ সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে যুক্ত থাকার   কারণে  আত্মউন্নয়ন করতে পারছে। এছাড়া ও বর্তমান যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখার জন্য রোভার স্কাউটের দীক্ষায় গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।

তারা বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় তারা কুয়াকাটা পৌঁছাবেন বলে জানা গেছে।

পিরোজপুর সংবাদদাতা:-

No comments

Powered by Blogger.