পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ ছাত্রলীগের শেখ মোঃ তাওহীদুল ইসলাম..
পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ ছাত্রলীগের শেখ মোঃ তাওহীদুল ইসলাম
পিরোজপুর প্রতিনিধি :-
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় (২৯ মে) বুধবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ -আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ তাওহীদুল ইসলাম।
ত্রাণ হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে চাল,ডাল,আলু,মুড়ি,টোস্ট সহ বিভিন্ন শুকনো খাবার দেওয়া হয় ।
এসময় ত্রাণ বিতরণ কার্যে আরো উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা, একইসঙ্গে দেশের যেসব উপকূলীয় অঞ্চলসমূহে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে সেসব স্থানেও একযোগে বাংলাদেশ ছাত্রলীগের এই ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশে ছাত্রলীগের উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ তাওহীদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সহযোগিতা পৌঁছানোর। আমাদের এ কার্যক্রম চলবে।
পাশাপাশি তিনি দেশের হৃদয়বান মানুষগুলোকেও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
পিরোজপুর সংবাদদাতা।
No comments