আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন মিরাজুল ইসলাম ...
পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ মিরাজুল ইসলাম।
ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ২০১৯ সালে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মো. মিরাজুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মহিউদ্দীন মহারাজের ছোট ভাই।
রিটার্নিং অফিসার মাধবী রায় জানান, ভান্ডারিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে হলফনামায় ভুল তথ্য দেওয়ায় মোঃ মাহিবুল হোসেন মাহিম নামে একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। পরে তিনি উক্ত মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে কোন আপিলও করেন নি। অন্যদিকে, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার এহসাম হাওলাদার ও সালাহউদ্দিন হাওলাদার নামে দুইজন চেয়ারম্যান প্রার্থী সশরীরে জেলা রিটার্নিং কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। ফলে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মোঃ মিরাজুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ নিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। ২০২৩ সালে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
উল্লেখ্য, প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত ৫ বছরে উপজেলার সাধারণ মানুষের সুখে-দু:খে পাশে থেকে ব্যাপকভাবে প্রশংসিত হন মো. মিরাজুল ইসলাম। করোনা দুর্যোগের সময়ে তার পরিচালিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলাবাসীর মধ্যে স্বাস্থ্য ও স্যানিটেশন উপকরণ, খাদ্য সামগ্রী বিতরণ করাসহ হাসপাতালে স্বাস্থ্য উপকরণ প্রদান, করোনা রোগীদের এ্যাম্বুলেন্স সুবিধা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেন।
পিরোজপুর সংবাদদাতা:-
No comments