বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল লড়াই ...
বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল লড়াই
বর্তমানে বাংলাদেশের ফুটবল স্টেডিয়াম গুলোর মধ্যে বসুন্ধরার কিংস এরেনা সবচেয়ে আধুনিক ও জনপ্রিয়। এই ভ্যানুতে আফগানিস্তান, মালদ্বীপ,লেবানন ও ফিলিস্তিনের মতো দলগুলো খেলে গেছে। এবার কিংস এরেনায় বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল লড়াই হবে।
পেশাদার ফুটবল লিগে শিরোপা জিতের ট্রফি ঘরে তুলেছে বসুন্ধরার কিংস। ২৯ মে এবিজি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) এর পর্দা নামবে। কিংস এরেনায় শুধুমাত্র ঘরোয়া আসর নয়, জাতীয় দলের অনেক খেলা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ক্লাব পর্যায়ের খেলায় AFC কাপে ভারতের বিখ্যাত ক্লাব ওড়িশা এফসি, মোহনবাগান এবং মালদ্বীপ চ্যাম্পিয়ন মাঝিয়ার খেলা অনুষ্ঠিত হয়েছে এই কিংস এরেনায়। ঐ সকল ক্লাবের দর্শকরা কিংস এরেনার গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা উপভোগ করছে।
আগামী ৬ জুন এই কিংস এরেনায় প্রথমবারের মতো দেখা যাবে বিশ্ব কাপানো এবং বিশ্বকাপ খেলা কোন দেশের আগমন। ৬ বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা শক্তিশালী অস্ট্রেলিয়া কিংস এরেনায় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে। বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার কে জানতে পারেন।
এর আগে জাতীয় বঙ্গবন্ধু স্টেডিয়াম (ঢাকায়) খেলে গেছেন শক্তিশালী অষ্ট্রেলিয়া। এবারে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তাদেরকে দেখা যাবে, বর্তমান বাংলাদেশ দর্শকদের পছন্দের ফুটবল স্টেডিয়াম কিংস এরেনায়। বাংলাদেশের ফুটবলে সব থেকে আলোচিত ভেন্যু এখন কিংস এরেনা।
বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচ কে ঘিরে দর্শকদের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের অনেক ফুটবল ভক্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের আগ্রহ ও উন্মাদনার কথা প্রকাশ করেছে। কিংস এরেনায় অনুষ্ঠিত ম্যাচগুলোর প্রায় সব ম্যাচেই স্টেডিয়ামে দর্শক পরিপূর্ণ হয়ে যায়।
যেহেতু বাংলাদেশের হোম ম্যাচ, সেহেতু দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব স্বাভাবিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কিন্তু ভেন্যু কিংস এরেনা হওয়ায়, বসুন্ধরা কিংস এর কর্মকর্তারা আয়োজন সুন্দর ও সার্থক করে তুলতে যথাযথ পরিশ্রম করে যাচ্ছেন।
খেলোয়ার এবং দর্শকদের বিশেষ নিরাপত্তার বিষয়টাও খুবই গুরুত্বসহ করে দেখছেন কর্তৃপক্ষ। এছাড়াও দর্শকদের টিকিট বিতরণ আরো সহজ করার জন্য বিভিন্ন পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
বর্তমানে বসুন্ধরা কিংস এর সভাপতি ইমরুল হাসান এবং বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সভাপতি জানান, এই ভ্যানুতে প্রত্যেকটি আন্তর্জাতিক ম্যাচ সার্থকভাবে আয়োজন করা হয়েছে। এই ম্যাচেও তার কোন ধরনের ব্যতিক্রম ঘটবে না। তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলা দল বলে দর্শক সমাগম অনেক হবে আশা করা যাচ্ছে।
শক্তি এবং ইতিহাস ঘেঁটে দেখলে এই ম্যাচে অস্ট্রেলিয়া জেতার সম্ভাবনা সব থেকে বেশি। বাংলাদেশ অস্ট্রেলিয়া সাথে বড় ব্যবধানে হারলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা কিছুদিন আগে বাছাই পর্বের প্রথম লেগে অস্ট্রেলিয়ার কাছে ০-৭ গোলে হেরেছিল বাংলাদেশ ফুটবল দল মেলবোর্নে।
শক্তিশালী এই অস্ট্রেলিয়াকে রুখে দিয়ে ম্যাচ ড্র করতে পারলে এটা হবে বাংলাদেশের ইতিহাসে ফুটবলের বড় প্রাপ্তি। তবে এখন দেখার বিষয় ৬ জুন ম্যাচের ফলাফল কি হয়। ফিফা রেংকিং এ বর্তমানে অস্ট্রেলিয়ার অবস্থান ২৪ তম এবং অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৮৪ তম।
No comments