Header Ads

.

পিরোজপুর নাজিরপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের অগ্নিকাণ্ডে একটি দোকান অগ্নিভূত...


পিরোজপুর নাজিরপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের অগ্নিকাণ্ডে একটি দোকান অগ্নিভূত

পিরোজপুর প্রতিনিধি:- 


পিরোজপুর নাজিরপুরের মাটিভাংগা ডিগ্রী কলেজের সামনে মেসার্স ফরাজী এন্টারপ্রাইজে গত ১৩ ই মে রাত আনুমানিক  ০৪টা ৪৫ মিনিটের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে,

উক্ত অগ্নিকাণ্ড হতে পারে ।

স্থানীয় মসজিদের মোয়াজ্জেম ফজরের আজানের জন্য মসজিদে যাওয়ার সময় দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে, এসময় তিনি দোকানের মালিক মোঃ রিয়াজুল ফরাজীকে খবর দেয়, পরে ওই মসজিদের মুসল্লিরা ফায়ার সার্ভিসকে জানায় ফায়ার সার্ভিস এসে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে দোকানের কম্পিউটার এসি মূল্যবান মালামাল  নগদ টাকা এবং প্রচুর পরিমাণ রং এবং বিল্ডিং এর কেমিক্যাল পুড়ে নষ্ট হয়ে যায়, এবং ফায়ার সার্ভিসের  পানিতে 

দোকানে মজুদ থাকা প্রায় ৮০০ বস্তা সিমেন্ট নষ্ট হয়ে যায়।

তাতে প্রায় ১৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক মোঃ রিয়াজুল ফরাজি আমাদের জানান।


ফায়ার সার্ভিস  নাজিরপুর  এই প্রতিবেদককে জানান ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আমাদেরকে ফোন দেওয়া হয়   এবং  আমরা গিয়ে খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ।  শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায় গত ভোর পৌনে পাঁচটার দিকে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ঐ একটি দোকানে হঠাৎ আগুন এর লেলিহান শিখা দেখতে পায় পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে , আগুন নিয়ন্ত্রণে আনে।

মেসার্স ফরাজি এন্টারপ্রাইজের  মালিক মোঃ রিয়াজুল ফরাজী রং সিমেন্ট রড এর দোকান থেকে প্রায় ১৮ লক্ষাধিক টাকার মালামাল অগ্নিভূত হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছেন এই দোকানের মালিক।


নাজিরপুর থানার ভারপ্রাপ্ত  ইনচার্জ 

শাহ আলম  জানান আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি,তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।



পিরোজপুর সংবাদদাতা:-

No comments

Powered by Blogger.