Header Ads

.

পিরোজপুরে শ্রমিক দিবস উপলক্ষে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন...


 

পিরোজপুরে শ্রমিক দিবস উপলক্ষে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন 


পিরোজপুর প্রতিনিধি: 

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বুধবার  (১লা মে) পিরোজপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের নানা আয়োজন দিবসকে পালন করেছে । 


সকালে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তন থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিন শেষে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে এসে আলোচনাসভায় মিলিত হয়। পিরোজপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর মহাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুস্তুম আলী শেখ এর সঞ্চালনায় র‌্যালীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ মীর, দপ্তর সম্পাদক কাওসার হোসেন, দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস্ লিঃ (ফাইভ রিংস্ সিমেন্ট) এর পিরোজপুর এরিয়া ম্যানেজার ওমর পাটোয়ারী, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্য জামাল শেখ, জলিল খান প্রমুখ।

আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন সফল করার লক্ষে র‌্যালীতে অংশ নেয় দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস্ লিঃ (ফাইভ রিংস্ সিমেন্ট), পিরোজপুরের সিনান ট্রেডার্স, অলিম্পিক সিমেন্ট।

এসময় স্বতস্ফূর্তভাবে শ্রমিকরা র‌্যালীতে অংশ গ্রহণ করেন। সংগঠনের কর্তৃপক্ষরা জানান, শ্রমিকদের আনন্দ বিনোদন দিতে বাইসাকেল, স্মার্ট মোবাইল ফোনসহ ৫১টি পুরস্কারের লটারি ড্র আয়োজন  করা হয়েছে।




পিরোজপুর প্রতিনিধি:-

No comments

Powered by Blogger.