Header Ads

.

প্রচন্ড তাপদাহে মানবিক পিরোজপুরের বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ...


 প্রচন্ড তাপদাহে মানবিক পিরোজপুরের 

বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

পিরোজপুর প্রতিনিধি:-


প্রচন্ড তাপদাহ ও গরমে পথচারীদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে সামাজিক সংগঠন মানবিক পিরোজপুর।


বৃহস্পতিবার (২৫ এপ্রিল)দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মোড় এলাকায় তীব্র গরমের মধ্যে জীবিকা নির্বাহে ব্যস্ত ৩শ পথচারী, অটোরিকশা ও রিকশাচালকদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। 


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি গোলাম মাওলা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল শিকদার,সহ অন্যান্য নেতৃবৃন্দ ।


এ সময় মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান বলেন, প্রচন্ড তাপদাহের মধ্যে খেটে খাওয়া মানুষদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে মানবিক পিরোজপুর । আমি আমার শ্রদ্ধেয় সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাই যে তিনি প্রত্যেকটা মানবিক কাজে আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন।

তাই আমি সংগঠনের সভাপতি জনাব জসিম উদ্দিন খান কে ধন্যবাদ জানাই।

এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ। মানবিক পিরোজপুর এই কাজগুলো সাথেই আছে।




পিরোজপুর সংবাদদাতা

No comments

Powered by Blogger.