Header Ads

.

পিরোজপুরে এপেক্স ক্লাবের ৪৭ তম চেইঞ্জওভার সিরিমনি অনুষ্ঠিত...


 পিরোজপুরে এপেক্স ক্লাবের ৪৭ তম চেইঞ্জওভার সিরিমনি অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:-


এপেক্স ক্লাব (অব) পিরোজপুরের ৪৭ তম চেইঞ্জওভার সিরিমনি ২০২৪ এপেক্স ক্লাব (অব) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল)  নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।


জেলা-৫  এর স্কুলিং এর সভাপতিত্ব করেন, জেলা ৫ এর গভর্নর এপে: জনাব লুৎফর রহমান, প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি  এপে: এনামুল হক মিলন। 

বিশেষ অতিথি এপে :  মুজিবুর  রহমান। 


স্কুলিং এর চেয়ারম্যান ছিলেন এপে: আফজাল হোসেন টিপু এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।  

পালাবদল, এর চেয়ারম্যান  এপে : এড সৈয়দ সাব্বির আহম্মেদ।  সভাপতিত্ব করেন পিরোজপুর ক্লাবের সাবেক সভাপতি এপে: মোঃ মেহেদী হাসান। ২০২৪ এর প্রেসিডেন্ট হিসেবে সপথ গ্রহণ করেন এপে:  আবু সাঈদ মোহাম্মদ নাইম। এর পরিচালনায়  জাতী বোর্ড মেম্বর বৃন্দ জাতীয়  সচিব  হাবিবুর রহমান, জাতীয়  সার্ভিস পরিচালক এপে:  ইনামুল হক মামুন, এন আই আর ডি এপে  মেহেদী আহম্মেদ, 


বিশেষ অতিথি এপে:  ড: মজিবুর রহমান এপেক্স ক্লাব (অব) সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।


সবশেষে সবাইকে ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে এপে: এড সৈয়দ  সাব্বির আহম্মেদ সভার সমাপ্তি ঘোষণা করেন।



পিরোজপুর সংবাদদাতা:-

No comments

Powered by Blogger.